সহিংসতা বন্ধের আহবান ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের

চলমান সহিংসতা দ্রুত বন্ধের আহবান জানিয়েছে বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ কমিটির প্রতিনিধি দলটি। একইসঙ্গে রাজনৈতিক সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশি সুশীল সমাজের নেতৃবৃন্দকে কাজ করারও আহবান জানিয়েছে তারা।
বৃহস্পতিবার সফরের শেষদিনে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে। এর আগে প্রতিনিধি দলটি স্পিকার শিরিন শারমিন চৌধুরী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান. আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক ও আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে।
ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের প্রধান ক্রিস্টিয়ান ড্যান প্রদো বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকার কারণেই এখানে এসেছি। বাংলাদেশকে আমরা একটি শক্তিশালী অংশীদার হিসেবেই চাই। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি সম্মান দেখানো জরুরি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে গুম, বিচারবহির্ভুত হত্যাকান্ড, মতপ্রকাশের উপর নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে সকল পক্ষের সঙ্গে মনবিনিময় করে প্রতিনিধি দলটি। বহুমত ও সক্রিয় গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ মত প্রকাশের অধিকার ও স্বাধীন রাজনীতি চর্চার সুযোগ স্তব্ধ করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় না। এজন্য প্রতিনিধি দলের সদস্যরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার পক্ষে মত দেন। তারা আশা করেন, খসড়া বৈদিশিক অনুদান আইনে এনজিওদের কাজ করার সুযোগ যেন খর্ব না হয়।
প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থানকালে ঢাকা ও সাভারের কয়েকটি কারখানা পরিদর্শন করেন। একইসঙ্গে শ্রমিক নেতৃবৃন্দ ও মালিকপক্ষের সঙ্গে শ্রমিক অধিকার ও কর্ম-পরিবেশ নিয়ে মত বিনিময় করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button