রাঘাদের নাম ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়

Ragadইরাক ‘মোস্ট ওয়ান্টেড’ ৬০ জনের তালিকা করেছে। বিতর্কিত এই তালিকায় দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ হুসেইনের নাম রয়েছে। তিনি বর্তমানে জর্ডানে বসবাস করছেন।
সরকারের সন্দেহ, মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এসব ব্যক্তির সঙ্গে আইএস, আল-কায়েদা ও বাথ পার্টির সম্পর্ক রয়েছে। অথচ ওই তালিকায় নেই ইসলামিক স্টেট (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির নাম। আইএসের ২৮ জন, আল-কায়েদার ১২ জন এবং বাথ পার্টির ২০ সন্দেহভাজনকে এ তালিকায় অন্তর্ভুক্ত করেছে দেশটির সরকার। নিজেদের সংগঠনে এসব সদস্যদের ভূমিকা, অপরাধের সংশিস্নষ্টতাসহ বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
তালিকায় থাকা ৫৯ জনই ইরাকি নাগরিক। বাকি একজন লেবানিজ। তার নাম মান বাসুর। তবে এই তালিকায় আইএস নেতা বাগদাদির নাম না থাকা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button