সন্ধ্যা থেকে ‘পাহারা বসাবে’ আ’লীগ

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামীকাল রোববারের হরতাল সামনে রেখে আজ শনিবার সন্ধ্যা থেকে ঢাকার পাড়া-মহল্লায় ‘পাহারা বসানোর’ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। হরতালে সকাল থেকেই মহল্লার দোকান খোলা রাখার জন্য আহ্বান জানান মায়া। তিনি বলেন, হরতালে ট্রেন, বাস, লঞ্চ চলবে। কেউ এগুলো আটকাতে পারবে না। তিনি বলেন, কাল হরতাল আহ্বানকারী কাউকে খুঁজে পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেন, আপনারা একদিকে নাশকতা করছেন, অন্যদিকে সংলাপের কথা বলছেন। দু’টি এক সাথে চলতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে টেলিফোন করে পাননি উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের নেতার উচিত এখন প্রধানমন্ত্রীকে ফোন করা। সভায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগরের বাস, ট্রাক, দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button