ইউকে জমিয়ত নেতৃবৃন্দ বিশেষ ভাবে আমন্ত্রিত

টাওয়ার হামল্যাটস টাউন হল ওপেনডে উপলক্ষে বিরাট জমকালো অনুষ্ঠান ও উৎসব পালিত

মেয়র লুৎফুর রহমানের ঐতিহাসিক বক্তব্য ছিল সবার জন্য আনন্দ সঞ্চারক

২০ সেপ্টেম্বর শনিবার টাওয়ার হ্যামলেটস টাউন হল ওপেন ডে উপলক্ষে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে স্মারক ফলক। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিরাট জমকালো অনুষ্ঠান ও উৎসব দিবসের।
টাওয়ার হ্যামলেটস বারার বৈচিত্র্যময় জনগোষ্ঠী, গৌরবময় ইতিহাস এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎকে সামনে রেখে ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ বিশেষ “টাউন হল ওপেন ডে” অনুষ্ঠানটি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে সন্দেহ নেই। অনুষ্ঠানে নতুনভাবে চালু হওয়া টাউন হল-এর স্মারক ফলক উন্মোচন করা হয় বেলা ২টায়।
সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি ছিল ইতিহাস, সংস্কৃতি, বিনোদন এবং কমিউনিটির এক মিলনমেলা। গ্রান্ড ওপেনিং উপলক্ষে টাওয়ার হামল্যাটস এর নির্বাচিত ও জনপ্রিয় মেয়র লুৎফুর রহমানের বক্তব্য ছিল অত্যন্ত আশাব্যঞ্জক, উদ্দীপনামূলক ও ঐতিহাসিক। এতে ঐতিহাসিক টাওয়ার হামল্যাটসের উজ্জ্বল ও সম্ভাবনাময় ভবিষ্যত সম্পর্কে আশার বাণী পেয়েছেন উপস্থিত সবাই।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম বিভিন্ন মিডিয়ার সামনে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এ সময় অনুষ্ঠানে ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদও মেয়র লুৎফুর রহমানের কীর্তি গাঁথা তুলে ধরে বিশেষ ভিডিও বার্তা দেন।
অনুষ্ঠানে ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, উপদেষ্টা আলহাজ্ব খালিছ মিয়া, ইউকে জমিয়তের জয়েনসেক্রেটারি মাওলানা হাফেজ মুহাম্মদ ইলিয়াস, টাওয়ার হ্যামলেটস জমিয়তের সহ-সভাপতি সাইফুর রহমান ওকোষাধ্যক্ষ সাদিকুর হক ও অতিথি হিসেবে যোগদান করেন।
বিশেষ এই অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক রয়েল লন্ডন হসপিটাল ভবনটি পুনর্জন্ম লাভ করে এখন থেকে টাওয়ার হ্যামলেটস্ টাউন হল হিসেবে নতুনভাবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। নতুন স্মারক ফলক উন্মোচন করা হয়েছে ভবন টির। এ উপলক্ষে টাউন হলে আয়োজিত হয়েছে নতুন ফটোগ্রাফি প্রদর্শনী, যেখানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৬০ বছরের পরিবর্তন এবং বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। টাওয়ার হামল্যাটসের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এ ঐতিহাসিক অনুষ্ঠান ও উৎসবমুখর দিনটি।


আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button