ডিসপোজেবল ভেপ বিক্রি নিষিদ্ধ, ১ জুন থেকে কার্যকর

১ জুন থেকে যুক্তরাজ্যে ডিসপোজেবল ভেপ বা একবার ব্যবহারযোগ্য ই—সিগারেট বিক্রি, সরবরাহ এবং মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। নতুন এই আইনে নিকোটিনযুক্ত ও নিকোটিনবিহীন — সব ধরনের ডিসপোজেবল ভেপই নিষিদ্ধের আওতায় পড়েছে।
স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন থেকে শুধুমাত্র রিচার্জযোগ্য, রিফিল করা যায় এমন এবং কয়েল পরিবর্তনযোগ্য ভেপ ব্যবহার ও বিক্রি করা যাবে। এই নিয়ম সব ধরনের খুচরা দোকান, অনলাইন বিক্রেতা এবং স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্যই সমভাবে প্রযোজ্য হবে।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারিভাবে এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো দুটিঃ প্রথমত, স্কুল—কলেজের তরুণদের মধ্যে ক্রমবর্ধমান ভেপিং প্রবণতা রোধ করা; দ্বিতীয়ত, ডিসপোজেবল ভেপ থেকে সৃষ্ট পরিবেশ দূষণ কমানো। গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাজজুড়ে প্রতি সপ্তাহে প্রায় ৫০ লাখ ডিসপোজেবল ভেপ ফেলে দেওয়া হয়, যার বেশিরভাগই পুনর্ব্যবহারযোগ্য নয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এমিলি ওয়াটসন বলেন, “ডিসপোজেবল ভেপে থাকা উচ্চমাত্রার নিকোটিন তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পদক্ষেপ তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ ধূমপান ও ভেপিং ত্যাগে আগ্রহীদের জন্য বিনামূল্যে কাউন্সেলিং ও চিকিৎসা সেবা প্রদান করছে। ইতিমধ্যেই সরকারি হেল্পলাইনে এই সংক্রান্ত পরামর্শের জন্য কল বেড়েছে বলে জানা গেছে।
ধূমপানের অভ্যাস পরিত্যাগে ফ্রি সাপোর্ট সার্ভিসের জন্য যোগাযোগ করুন: https://quitrightth.org/contact-form/
ব্যবসায়ী মহল থেকে কিছু প্রতিক্রিয়াও এসেছে। লন্ডনের একটি তামাক দোকানের মালিক জাভেদ ইকবাল বলেন, “এই নিষেধাজ্ঞা আমাদের ব্যবসায় প্রভাব ফেলবে। তবে আমরা নতুন নিয়ম মেনে রিচার্জেবল ভেপ বিক্রি শুরু করব।”
উল্লেখ্য, যুক্তরাজ্যের পাশাপাশি স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডেও একই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নতুন আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ২,৫০০ পাউন্ড জরিমানা গুনতে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button