মুসলিম যাত্রীর কাছে ক্ষমা চাইল ব্রিস্টল বাস কোম্পানি

bristol-busইংল্যান্ডের ব্রিস্টল শহরের পাবলিক বাসের ড্রাইভার এক মুসলিম যাত্রীকে নিকাব খোলার কথা বলে ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে বাস কোম্পানি। সম্প্রতি সাবেক ব্রিটিশ ফরেন সেক্রেটারি বরিস জনসন মুসলিম নারীদের নিকাব নিয়ে আপক্তিকর কথা বলার পর ব্রিস্টলের বাস ড্রাইভারের এই আচরণে ব্রিটিশ মুসলিম কমিউনিটির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বরিস জনসনকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদরা।
এদিকে পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার আগেই ব্রিস্টলের এই বাস কোম্পানি ওই মহিলার কাছে দুঃখ প্রকাশ করেছে।
জানা যায়, মুসলিম মহিলা তার দুই মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ইস্টন থেকে বিস্ট্রল সিটি সেন্টারে যাচ্ছিলেন। এ সময় বাসের ড্রাইভার ‘এই পৃথিবী বড়ই বিপদজ্জনক’ বলে তাকে নেকাব খুলতে বলেন। ওই নারী ব্রিস্টল লাইভকে বলেন, ওই ড্রাইভার এমনভাবে অপমান করতে থাকেন, যেন আমি একজন সন্ত্রাসী। আমি ভীত হয়ে পড়ি। মানুষের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে।
ব্রিস্টল লাইভে কথা বলার পরই টনক নড়ে বাস কোম্পানির। তারা বাসযাত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলে, ড্রাইভার ডিসিপ্লিন ভঙ্গ করেছেন। এটি তার ব্যক্তিগত মতামত হতে পারে। এটি কখনো গ্রহযোগ্য হতে পারে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button