আশুলিয়া এলাকার তৈরিপোশাকের সব কারখানা বন্ধ

নিরাপত্তাগত কারণে আশুলিয়া এলাকার সব তৈরিপোশাক কারখানা আগামীকাল বুধবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। মঙ্গলবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেয়া হয়। তৈরিপোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’র সম্মেলনকক্ষে এক সভায় এই সিদ্ধান্ত হয়। সংগঠনটির সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেন, শ্রমিক অসন্তোষের কারণে দুদিন ধরে মালিকেরা কারখানা চালাতে পারেননি। এ কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের আশুলিয়া সংবাদদাতা এ এইচ মিলন জানান, রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ন্যূনতম ৮ হাজার টাকা মজুরি সরকারিভাবে ঘোষণা করা ও বিজিএমইএ কর্তৃক তা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার চতুর্থ দিনেও শ্রমিক বিক্ষোভ অব্যাহত থাকে। সকাল ৮টায় শ্রমিকরা কারখানার অভ্যন্তরে প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে একযোগে সকল কারখানা হতে বেরিয়ে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে বিক্ষোভে ফেটে পরে। বিক্ষেক্ষভে শ্রমিকদের পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। শ্রমিক-পুলিশ সংঘর্ষ আশুলিয়ার জামগড়া, বেরন, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো, ঘোষবাগ ও গাজীরচট এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় ব্যাপক শ্রমিক সংঘর্ষ বেরন এলাকার স্টার্ন হাউজিং মাঠে সংঘটিত হয়। পুলিশ বিুব্ধ শ্রমিকদের বিক্ষোভ হতে নিবৃত্ত করতে শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। পুলিশকে লক্ষ করে শ্রমিকরাও ইট-পাটকেল ছোড়ে। এতে রিক্সাচালক, পুলিশসহ অর্ধশত শ্রমিক আহত হয়েছে বলে জানা যায়। ঘটনায় আশুলিয়ার দুই শতাধিক পোশাক কারখানা (ডিইপিজেড ব্যতিত) ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button