ব্রিটেনের উৎপাদনশীলতা এখনও নিম্নমুখী

অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী হলেও ব্রিটেনের শিল্পের উৎপাদনশীলতা এখনও কম। পরিসংখ্যান বিভাগে দেখা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতি ঘণ্টায় উৎপাদন আগের প্রান্তিকের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। যা গত কয়েক বছরের উৎপাদনশীলতার বিবেচনায় নিম্ন। এমনকি ২০০৮ সালের উৎপাদনশীলতার তুলনায়ও  ১ শতাংশ পিছিয়ে রয়েছে।
ব্যাংক অব ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, মূল্যস্ফীতি কমে যাওয়ায় উৎপাদনশীলতার উপর কিছুটা প্রভাব রয়েছে। তবে সর্বোপরি উৎপাদনশীলতা বাড়াতে চেষ্টা অব্যাহত রাখতে হবে।
এদিকে মার্কিটের পিএমআই ইনডেক্সে দেখা গেছে, বর্তমানে শিল্পের উৎপাদন গত দুই বছরের মধ্যে সবচেয়ে নিম্ন অবস্থায় রয়েছে। বর্তমানে পিএমআই অবস্থান করছে ৫১ দশমিক ৪ পয়েন্টে। যা আগের মাসেও ছিল ৫১ দশমিক ৯ শতাংশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button