যুক্তরাজ্যে উৎপাদন ব্যয় ১৯৮০ সালের পর সর্বোচ্চ

যুক্তরাজ্যের কারখানাগুলোয় উৎপাদন ব্যয় বাড়ছে। চলতি মাসে দেশটিতে ১৯৮০ সালের পরে সবচেয়ে দ্রুতগতিতে এ ব্যয় বাড়ছে। ক্রমর্বধমান চাহিদার কারণে প্রতিষ্ঠানগুলোকে কর্মী খুঁজে পেতেও লড়াই করতে হচ্ছে। যুক্তরাজ্যের শীর্ষ এক ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠানের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সতর্কবার্তা জানিয়ে কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) বলেছে, মাসিক অবস্থার পর্যবেক্ষণ অনুযায়ী গত প্রায় অর্ধশতকের মধ্যে সবচেয়ে বেশি কর্মী সংকটে ভুগছে যুক্তরাজ্য। ফলে উৎপাদিত পণ্যের দাম যে বাড়তির দিকেই থাকবে তা অনিবার্য। ২৩৬টি প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, গত তিন মাসে বিভিন্ন পণ্যের ক্রয়াদেশ বেড়েছে। কিন্তু তৈরির কাজে বাধার কারণে সরবরাহে বিঘ্ন ঘটেছে।
সিবিআইয়ের প্রধান অর্থনীতিবিদ রেইন নিউটন-স্মিথ বলেন, বিশ্বব্যাপী সরবরাহে বিঘ্নও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোর ওপর প্রভাব ফেলছে। আমাদের জরিপ বলছে, এ কারণেও ক্রমবর্ধমান ব্যয় ও মূল্যচাপ তৈরি হচ্ছে।
জরিপ বলছে, জানুয়ারিতে ১৯৮০ সালের এপ্রিলের পর সবচেয়ে বেশি হারে ব্যয় বেড়েছে। দেশটিতে জানুয়ারিতে পণ্যমূল্য বেড়েছে গত বছরের অক্টোবরের মতো। সেটাও ১৯৮০ সালের পর সর্বোচ্চ ছিল। ধারণা করা হচ্ছে, আগামী তিন মাসে পণ্যের দাম আরো বাড়বে।
গত ডিসেম্বরে বার্ষিক মূল্যস্ফীতির হার গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। সামনের মাসগুলোয় তা বেড়ে ৫ দশমিক ৪ থেকে ৬ শতাংশে যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button