বিশ্বের প্রথম ‘স্মার্টফোনের’ ২০ বছর

First Smart phoneএই ফোনকে কখনও কভার দিয়ে বিচার করলে চলবে না। কারণ, দেখতে গাঁট্টাগোট্টা, কালোবক্স হলেও এটিই বিশ্বের প্রথম ‘স্মার্টফোন’। শনিবার ফোনটি ২০ বছর পার করেছে।
এক খবরে বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, আইবিএমের তৈরি সিমন মোবাইল ফোন ১৯৯৪ সালের ১৬ আগস্ট বিক্রির জন্য প্রথম বাজারে আসে।
সিমনের তত্ত্বাবধায়ক চার্লট কোনলি  জানান, একে কখনও ব্যাক-ডেটেট ফোন বলা যাবে না। কারণ তখনও বহুমুখী সুবিধা নিয়ে বাজারে আনা হয়েছিল স্মার্টফোনটি; যা আমরা আজকের যুগের স্মার্টফোনের দেখতে পাই।
তিনি বলেন, এই ফোনে নোট লেখা থেকে শুরু করে ছবি আঁকা, ক্যালেন্ডার, ফ্যাক্সের সুবিধা পর্যন্ত ছিল।
প্রতিবেদনে বলা হয়, এক ঘণ্টা ব্যাটারি ব্যাক আপ-সহ ৯০০ ডলার দাম ছিল সেই ফোনটির। সিমেন ফোনে ব্যবহৃত হতো টাচ স্ক্রিন-টেকনোলোজি। ফোনটির ওজন ছিল অন্তত ৫০০ গ্রাম। লম্বায় ২৩ সেন্টিমিটার এই ফোনটি দেখতে একটি অর্ধেক ইটের মত। বিশ্বজুড়ে প্রায় ৫০ হাজার মানুষ এই ফোন ব্যবহার করতো।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button