প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাক্ষাৎ

PMআওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তারা এ সাক্ষাৎ করেন। বৈঠক সূত্রে জানা যায়, সাক্ষাতকালে নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরলে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এসময় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের  ১/১১ এর সময়কার ভূমিকার জন্য ভূয়সী প্রসংশা করেন। পাশাপাশি প্রবাসীদের তখনকার ভূমিকার জন্য নেত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশে এবং প্রবাসে জনমত সৃষ্টির লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম ফজলুর রহমান, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক (১ম) ফারুক আহমদ, সাবেক সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল লিটন ও কার্যকরী সদস্য ইকবাল কবির প্রমুখ। সাক্ষাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বচনে সিলেট-৪ আসনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। এসময় প্রধানমন্ত্রী ফারুক আহমদকে দেশে থেকে এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে এবং দলকে সুসংগঠিত করার পরামর্শ দেন। সাক্ষাত কালে  ফারুক আহমেদ প্রধানমন্ত্রীর হাতে মহাজোট সরকারের গত সাড়ে ৪ বছরের সাফল্যের লিফলেট এবং সিলেট-৪ আসনে তার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তোলে ধরেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ফখর উদ্দিন, মঈন উদ্দিন সরকারের সময় জেলে ছিলেন তখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ওয়াশিংটন স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের সামনে প্রায় প্রতিদিন বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করেছিল। এছাড়াও দলীয় সভানেত্রীকে যখন আমেরিকা, লন্ডন থেকে দেশে ফিরতে বাঁধা দেয়া হয়েছিল তখন জীবন বাজী রেখে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে জননেত্রী শেখ হাসিনার যে ক’জন সফর সঙ্গী হয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।-বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button