সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

Floodব্রিটেনে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার কারণে দেশটির সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বন্যা পরবর্তী প্রয়োজনীয় সংস্কার ও ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত ১৬ কোটি ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক বন্যার সময় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সঠিকভাবে কাজ করেনি বলে সরকারবিরোধী লেবার পার্টি অভিযোগ করার পর তিনি এ ঘোষণা দিলেন।
লেবার পার্টি বলেছে, সরকার বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সাহায্যে এগিয়ে আসেনি। বিদ্যুত ও সড়ক যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রেও অত্যন্ত ধীর গতিতে পদক্ষেপ নিয়েছে।
সর্বশেষ খবরে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের প্রায় আট হাজার বাড়ীর বিদ্যুত সংযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। একইসঙ্গে সেখানে আবারও বন্যা হতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করে রাখা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button