বিখ্যাত সুরকার জেমস হর্নার আর নেই

Jemsটাইটানিক ছবির সেই বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন অ্যান্ড অন’ এর সুরকার জেমস হর্নার আর নেই। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় এক বিমান দুর্ঘটনায় মারা যান তিনি।
৬১ বছর বয়সী জেমস হর্নারের হাতে টাইটানিক ছাড়াও অ্যাভাটার, অ্যাপলো-১৩, ব্রেইভহার্ট, ফিল্ড অব ড্রিমস, অ্যা বিউটিফুল মাইন্ড, অ্যান আমেরিকান টেইল, হাউস অব স্যান্ড অ্যান্ড ফগ এর মতো ছবির অমর কিছু গান সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা থেকে ৬০ কিলোমিটার দূরে হর্নারের ব্যক্তিগত বিমানটি দুর্ঘটনায় পড়ে। এ সময় তিনিই বিমানটি চালাচ্ছিলেন।
জনপ্রিয় এ সুরকার দুইবার অস্কার লাভসহ মোট দশবার সম্মান জনক এ পুরস্কারের জন্য মনোনীত হন। হলিউডের প্রখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন, রন হাওয়ার্ডসহ একাধিক নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের টাইটানিক ছবিতে কাজের জন্য দুটি শাখায় অস্কার লাভ করেন জেমস হর্নার। ১৯৫৩ সালে জন্ম নেওয়া প্রখ্যাত এ সুরকারের বাবা হ্যারি হর্নারও দুই বার অস্কার জেতা পরিচালক ছিলেন।
জেমস হর্নারের মৃত্যুতে টুইট করেছেন হলিউডের ছবি নির্মাতা রন হাওয়ার্ড। তিনি লিখেছেন, ‘মেধাবী কাহিনীকার, ৭টি ছবিতে আমার সহকর্মী ও বন্ধু জেমস হর্নার এক বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তার জন্য আমার হৃদয় ব্যাথায় কাতর হয়ে উঠছে।’
কাজপাগল জেমস হর্নারের তিনটি ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button