আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার চাই

OICইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইহুদিবাদী ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতাদের বিচারের দাবি জানিয়েছে।
ওআইসির মহাসচিব আইয়াদ আমিন মাদানি বলেন, দশক দশক ধরে ফিলিস্তিনিদের প্রতি অমানবিক আচরণ অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলকে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করার শক্তিশালী যুক্তি প্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক ভাবে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া, ফিলিস্তিনি সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে সদস্য করে নেয়ার জন্য ওআইসি তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।
ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলের প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে দেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানানর পরিকল্পনা ফিলিস্তিনের প্রেসিডেন্ট গ্রহণ করেছেন। এ পরিকল্পনার প্রতি বিশ্ব মুসলমানের বৃহত্তম সংস্থা ওআইসি দৃঢ় সমর্থন জানায় বলেও উল্লেখ করেন মাদানি।
ফিলিস্তিনি জাতীয় ঐক্য সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা, উপত্যকায় গণহত্যা চালানোর দায়ে ইহুদিবাদী ইসরাইলের কঠোর নিন্দা জানানোর একদিন পরই এ বিবৃতি দিলেন মাদানি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button