৭ সেপ্টেম্বর ওয়াটার লিলিতে জমিয়তের মহা সম্মেলন

Jomiatগত ১০ আগস্ট ২০১৪ ইংরেজী রবিবার মারকাজুল উলুম লন্ডনে জমিয়তে উলামা ইউকের মজলিসে আমেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। জসলিসে আমেলায় নিম্নোল্লেখিত সিদ্ধান্তাবলী সর্ব সম্মতি ক্রমে গৃহীত হয়।
১। গত মজলিসে আমেলা থেকে এই মজলিসে আমেলা পর্যন্ত সকল কার্যক্রমের অনুমোদন দেয়া হয়। বিশেষ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সাবেক জেনারেল সেক্রেটারী, জমিয়তে উলামা ইউকের সিনিয়র সহ সভাপতি মাওলানা শুইয়াব আহমদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অনুমোদন দেয়া হয় এবং আগামী কাউন্সিল পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করার জন্য প্রস্তাব গৃহীত হয়। ২। মাওলানা মইনূল হক চৌধুরী জমিয়তের বিল্ডিংকে কুক্ষিগত করার হীন উদ্দেশ্যে জমিয়তকে ভাঙ্গার ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানানো হয়। সভায় অনতি বিলম্বে মাওলানা মইনুল হক চৌধুরীকে জমিয়তে উলামা ইউকের বিগত দিনের সর্বসম্মতিক্রমে সিন্ধান্তের আলোকে জমিয়তের অফিস (এলআইসি) জমিয়তে উলামা ইউকের কাছে হস্তান্তরের জোর দাবি জানানো হয়। ৩। আগামী ৭ সেপ্টম্বর রবিবার বিকাল ৬টা ৩০ মিনিটের সময় লন্ডনস্থ ওয়াটার লিলিতে জমিয়তে উলামা ইউকের মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, বিশেষ অতিথি হিসেবে উপসস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রবীন নেতা মাওলানা শায়খ আবদুস সহীদ গলমুকাপনী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী এছাড়া বাংলাদেশ ও বৃটেনের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। সভায় মহা সম্মেলন সফল করার সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
মজলিসে আমেলায় বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফুজাইল আহমদ,  জমিয়তে উলামা ইউকের উপদেষ্টা আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরী, আলহাজ্ব আবদুল জলিল, মাষ্টার সৈয়দ ফররুখ আহমদ, জমিয়তে উলামা ইউকের সহ সভাপতি মুফতি আবদুল মুন্তাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহ ট্রেজারার আবু তাহের চৌধুরী, সাহিত্য সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন বিশ্বনাথী, মুফতি মোতাহির সিদ্দিক, জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা খালেদ আহমদ,মাওলানা সৈয়দ জাকারিয়া, জুনাইয়েদ আহমদ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button