ইজাহারের ছেলে গ্রেফতার, আহত আরো একজনের মৃত্যু

Harunচট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণ ঘটনায় আহত আহত আরেক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম জুবায়ের আহমেদ (২৪)। অপরদিকে মুফতি ইজাহারের ছেলে হারুন ইজাহারকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইছাপুর গ্রাম থেকে হারুন ইজাহারকে গ্রেফতার করা হয়।
বুধবার ভোরে বিস্ফোরণের ঘটনায় আহত ছাত্র জুবায়ের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার বেলা ১১টার দিকে লালখান বাজার মাদ্রাসার ছাত্রাবাসের ৩ তলার একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে হাবিবুর রহমান নামে এক ছাত্র মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। আহত অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে মাদ্রাসার ৪ তলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণ হয়। এতে ওই কক্ষের জানালা উড়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় আহত ৪ জনসহ মোট ৯ জনকে পুলিশ গ্রেফতার করে।
এই ঘটনায় পুলিশ খুলশী থানায় দুটি মামলা করেছে। বিস্ফোরক দ্রব্য আইনে ও এসিড আইনে করা মামলা দুটিতে মাদ্রাসার পরিচালক ও অধ্যক্ষ মুফতি ইজাহারুল ইসলাম, তার ছেলে হারুন ইজাহারসহ ১২ জনকে আসামি করা হয়েছে। অন্যরা হলেন- সোমবার মাদ্রাসা থেকে গ্রেফতার হওয়া ৫ শিক্ষক-কর্মচারী, আহত ৪ ব্যক্তি ও অপর একজন মাদ্রাসার কর্মী। এ ছাড়া অনেক অজ্ঞাতনামা ব্যক্তিও জড়িত আছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button