শিশু রাজপুত্রকে নিয়ে সরকারি সফরে ব্রিটিশ রাজদম্পতি

UKছেলে প্রিন্স জর্জকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় তিন সপ্তাহের সরকারি সফরে গিয়েছেন ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যত্ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ডাচেজ অব কেমব্রিজ কেট মিডলটন। ব্রিটিশ রাজদম্পতি তাদের একমাত্র সন্তানকে নিয়ে সোমবার নিউজিল্যান্ড পৌঁছেছেন। আর এর মধ্য দিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় তাদের তিন সপ্তাহের সফর শুরু হয়েছে। আর ব্রিটেনের আট মাস বয়সী শিশু প্রিন্স জর্জের এটাই প্রথম বিদেশ সফর। মা-বাবার চেয়ে তার দিকেই ছিল সবার নজর।
প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন তাদের সন্তানকে নিয়ে ওয়েলিংটন বিমানবন্দরে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী জন কি তাদের অভ্যর্থনা জানান। এ সময় মায়ের কোলে থাকা জর্জ জেগেই ছিলেন।
ব্রিটিশ রাজদম্পতি যখন বিমানবন্দরে এসে পৌঁছান তখন ঠান্ডা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল।
বিমানবন্দরে ব্রিটিশ রাজদম্পতিকে অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রী এক টুইটার বার্তায় লেখেন, ‘রাজপরিবারের সদস্যরা ওয়েলিংটন পৌঁছেছেন। তাদেরকে স্বাগতম।’
ব্রিটিশ রাজ অতিথিদের এরপর গভর্নর জেনারেলের সরকারি বাসভবন গভর্নমেন্ট হাউসে নিয়ে যাওয়া হয় সেখানে মাওরি সম্প্রদায়ের লোকজন তাদেরকে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button