ইউনেস্কো সাধারণ পরিষদের সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো সাধারণ পরিষদের ৩৮তম অধিবেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে অনুষ্ঠানরত সম্মেলনে তিনি এ পদে নির্বাচিত হন। বাংলাদেশ ২০১৫-২০১৭ সময়কালে ইউনেস্কো সাধারণ পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করবে।
এ দিকে সাধারণ পরিষদের ৩৮তম অধিবেশনে বক্তৃতাকালে  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাজে সকল শ্রেণিকে সম্পৃক্ত করে মানসম্পন্ন শিক্ষার প্রসারে বিস্তারিত কর্মসূচি গ্রহণের জন্য ইউনেস্কো ও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী নাহিদ তার বক্তৃতায় ইউনেস্কো সূচিত ‘সবার জন্য শিক্ষা’, ‘জাতিতে জাতিতে সম্প্রতির জন্য শিক্ষা’ ও ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’-এর সাফল্যের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, নারীপুরুষ  বৈষম্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, বেকারদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানো, উগ্রবাদ মোকাবিলা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  ইউনেস্কো’র ১৯৫টি সদস্য  দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সম্মেলনে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button