কার্ডিফে জাতীয় শোক দিবস পালিত

এস রহমান মামুন: সমগ্র বিশ্ব বাঙালীদের ন্যায় বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কমিউনিটি সেন্টারে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার, ওয়েলস আওয়ামীলীগ লিডার মনসুর আহমদ মকিসের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় শোকার্ত হৃদয়ে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম নজরুল, লিয়াকত আলী, মল্লিক মোসাদ্দেক আহমদ, হারুন তালুকদার, সৈয়দ শফিকুল হক, আলহাজ্ব আসাদ মিয়া, শেখ মো. আনোয়ার, ছালিক মিয়া, বদর উদ্দিন চৌধুরী বাবর, নূরুল আলম চুনু, আব্দুর রহমান মনা, যুবনেতা সেলিম আহমদ, নোমান চৌধুরী, ইকবাল আহমদ, আবুল কালাম মুমিন, রকিবুর রহমান, আলমগীর আলম, মাহবুবুর রহমান বুলবুল, সেলিম চৌধুরী, কয়েস আহমদ, জালাল চৌধুরী, শেখ এম সালাম, খায়রুল ইসলাম. বাহাউদ্দিন পাপলু, আবুল কালাম, রাসেল আহমদ, বদরুল হক, ইকবাল বাহার সাচ্চু, সেবুল আলী, এ এ রউফ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- দফতর সম্পাদক শেখ মো. আনোয়ার।
ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারী গোলাম মর্তুজা বলেন- বাঙালী বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। যতদিন বাঙালী জাতি বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধুর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।
সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামীলীগ লিডার মনসুর আহমদ মকিস বলেন-  বঙ্গবন্ধুকে দেখার সুযোগ আমার হয়নি। তকে জাতির জনকের আদর্শের সৈনিক হিসেবে আওয়ামীলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারাটা সৌভাগ্যের বলে উল্লেখ করে মনসুর আহমদ মকিস বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠার কারণে আজ জাতি হিসেবে আমরা পেয়েছি একটি লাল বৃত্ত সবুজ পতাকা। সমগ্র বিশ্বে আজ আমরা গৌরব ও গর্বের সাথে পরিচয় দিচ্ছি বাঙালী জাতির সন্তান হিসেবে। তাই বঙ্গবন্ধু ও জাতির জনক চির অম্লান হয়ে থাকবেন প্রতিটি বাঙালীর হৃদয়ে।
বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button