ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসে নতুন সেবা চালু

USAগ্রাহকবান্ধব ওয়েবসাইটের মাধ্যমে অভিবাসী ভিসা সংগ্রহ ও ভিসা সাক্ষাৎকার পরবর্তী কাগজপত্র জমা সংক্রান্ত একটি নতুন সেবা চালু করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আগে কাগজপত্র জমা এবং ভিসা সংগ্রহ সংক্রান্ত সেবাসমূহ ঢাকাকেন্দ্রিক ছিল। নতুন ওই সেবা চালুর ফলে এখন থেকে ঢাকার পাশাপাশি ভিসা আবেদনকারীরা সিলেট ও চট্টগ্রামস্থ ভিসা সংগ্রহ কেন্দ্র (সায়মন ওভারসীজ) ব্যবহার করতে পারবেন। রাজধানীর বাইরের আবেদনকারীদের সমস্যা উপলব্ধি করে ওই সেবা চালু করা হয়েছে বলে দূতাবাসের তরফে জানানো হয়েছে। গতকাল গুলশানের সায়মন সেন্টারে নতুন সেবার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। এ সময় অন্যান্যের মধ্যে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গড়লেসহ সায়মন সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ড্যান মজিনা বলেন, ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে ভিসা প্রক্রিয়াকে সহজতর করা হচ্ছে। আজকের পদক্ষেপ দুই দেশের অংশীদারিত্ব সম্পর্ক দৃঢ় ও মানুষের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে। নতুন সেবা অনুযায়ী এখন থেকে ভিসা সংগ্রহ, নির্বাচন, কাগজপত্র জমা দেয়া এবং ভিসা সংগ্রহে অভিবাসী ভিসা আবেদনকারীদের অবশ্যই িি.িঁংঃৎধাবষফড়পং.পড়স/নফ ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করতে হবে। এক পরিবারে কয়েকজন সদস্য এক সঙ্গে আবেদন করলে কেবল পরিবার প্রধানের (মূল আবেদনকারী) প্রোফাইল তৈরি করতে হবে। সিলেট এবং চট্টগ্রামে অবস্থিত কেন্দ্রগুলোতে দুটি ধাপে সেবা চালু হবে জানিয়ে দূতাবাস বলেছে, প্রথমটি চলতি বছরের ৯ই নভেম্বর থেকে চালু হবে। যে সব অভিবাসী ভিসা আবেদনকারীর ভিসার অনুমোদন হয়েছে তারা তাদের প্রোফাইলে উল্লিখিত নিকটস্থ ভিসা সংগ্রহ কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। এরপর দ্বিতীয় ধাপে ১লা ডিসেম্বর থেকে সকল অভিবাসী ভিসা আবেদনকারী তাদের সাক্ষাৎকার পরবর্তী কাগজপত্র নিকটস্থ ভিসা সংগ্রহ কেন্দ্রে জমা দিতে পারবেন। আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণকারী কনস্যুলার অফিসার প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা দেবেন বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button