বাংলাদেশের নির্বাচন পেছাতে পারে

Aljazeraবাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছাতে পারে বলে জানিয়েছে আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিরোধী দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে, সেজন্য এ ধরনের সিদ্ধান্ত নেয়া হতে পারে। আলজাজিরা, ওমান ট্রিবিউনসহ কয়েকটি গণমাধ্যম জানায়, জ্যেষ্ঠ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে বিরোধী দলগুলো যাতে অংশ নিতে পারে, সেজন্য নির্বাচনের তফসিল নতুন করে প্রদান করা হতে পারে। উল্লেখ্য, নির্বাচন কমিশন ইতোমধ্যে ৫ জানুয়ারি ভোটগ্রহণের তারিখসহ তফসিল ঘোষণা করেছে। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দলীয় সরকারের দাবি প্রত্যাখ্যান করেছেন। বিরোধী জোট এখন দেশব্যাপী অবরোধ পালন করছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে। ওমান ট্রিবিউন জানিয়েছে, বিরোধী দলের অংশগ্রহণবিহীন যেকোনো নির্বাচনের বৈধতা থাকবে না বুঝতে পেরে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হলে নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচনের আরেকটি তারিখ নির্ধারিত হতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button