অস্ট্রেলিয়ায় দাবানলে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

Australiaঅস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির কাছে দাবানলে অন্ততপক্ষে একশ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে একজন মারা গেছেন। দাবানলের কারণে কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
নিয়ন্ত্রণহীন দাবানলের কারণে আরো ঘরবাড়ি আগুনের কবলে পড়তে পারে বলে শুক্রবার সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
অসময়ে নজিরবিহীন উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে পূর্ব অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের বনাঞ্চলের একশটি এলাকায় দাবানল সৃষ্টি হয়েছে। এগুলোর মধ্যে ৩০টি নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে বলে জানিয়েছে এনএসডব্লিউ রুরাল ফায়ার সার্ভিস (আরএফএস)।
আরএসএফর একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার উত্তর সিডনি থেকে অল্প দূরে উপকূলীয় এক পল্লীতে ৬৩ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। আগুনের কবল থেকে নিজের বাড়িটি বাঁচানোর চেষ্টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
সিডনির উত্তর, দক্ষিণ ও পশ্চিম প্রান্তে হাজার হাজার মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে রাত কাটিয়েছেন।
বৃহস্পতিবার সিডনির শহরের বিস্মিত বাসিন্দারা দেখতে পান, পার্শ্ববর্তী ব্লু মাউন্টেন পার্বত্য এলাকার আগুনের ধোঁয়ায় পুরো শহর ছেয়ে যাচ্ছে। ঘন কালো ধোঁয়ায় সিডনির বিখ্যাত অপেরা হাউস ও হারবার ব্রিজও ঢেকে যায়।
সিডনির কয়েকটি জনপ্রিয় সৈকতে ছাই ও পোড়া পাতা পড়ার কথা জানিয়েছে স্থানীয় কমিউনিটি রেডিওগুলো। সিডনির উত্তর প্রান্তের ব্লু মাউন্টেন ও সেন্ট্রাল কোস্টে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button