তুষার ঝড়ে বিপর্যস্ত কানাডা

USA Canadaতুষার ঝড়ের এক সপ্তাহ পরও কানাডার হাজার হাজার বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুত সংযোগ না থাকায় প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বাসা গরম রাখার ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।
শনিবার পর্যন্ত অন্টারিও ও নিউ ব্রান্সউইক এলাকার ২৫ হাজার মানুষের ঘর বাড়িতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিউ ব্রান্সউইকের সেইন্ট স্টিফেন ও সেইন্ট জোন্স এলাকায় সাড়ে আট হাজারেরও বেশি মানুষের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুত না থাকায় তীব্র সংকটে পড়েছে ওই অঞ্চলের মানুষ।
এদিকে, টরেন্টোতে তাপমাত্রা কমেই চলেছে। সেখানে কয়েক হাজার বাড়িতে বিদ্যুত সংযোগ নেই। রিপোর্ট বলছে, টরেন্টোতে ১৬ হাজার মানুষ পড়েছে মহা দুর্বিপাকে।
এদিকে, দু’দিন আগেও আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের ৭৯ হাজার বাড়িতে বিদ্যুত ছিল না। তুষার ঝড় শুরু হওয়ার পর থেকে ছয় লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
এর আগে, টরেন্টোর মেয়র রোব ফোর্ড সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে আরো বেশি বিদ্যুত বিভ্রাট হতে পারে। কয়েক দিন আগে ব্যাপক তুষার ঝড়ে আমেরিকা ও কানাডায় কমপক্ষে ৩০ জন মারা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button