ইসি গ্লোবালের অফিস উদ্বোধনে চেম্বার সভাপতি

বিদেশে কর্মক্ষম শিক্ষার্থী পাঠানোয় গুরুত্ব দিতে হবে

সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেছেন বিদেশে যারা শিক্ষার্থী পাঠান তারা কাজ জানেন এমন শিক্ষার্থী পাঠানোর দিকে গুরুত্ব দিতে হবে। এজন্য যারা শিক্ষার্থীদের পরামর্শ সেবায় কাজ করেন তাদের উচিত শুধু আইএলটিএস এর মতো ডিগ্রিই নয় এর পাশাপাশি তাদের যেকোনো কাজেও দক্ষ করে গড়ে তোলা। কেননা বিদেশে অনেক শিক্ষার্থী কাজে দক্ষ না থাকায় তাদের কাজ পেতে সমস্যা হয়।
তিনি সোমবার সিলেট নগরীর চৌহাট্টা মানরু শপিং সিটিতে ইউএসএ কনসালটেন্সি ফার্ম ‘ইসি গ্লোবাল মাল্টি সার্ভিসের সিলেট অফিস উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
এর আগে প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এডভাইজার সিনিয়র সাংবাদিক ও কবি নিজাম উদ্দীন সালেহ, পরিচালক অলিউর রহিম চৌধুরী ইকবাল, সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর শাহ মো. জাহিদুল হাসান এডভোকেট এবং সিলেট অফিসের সহকারী কো-অর্ডিনেটর সেবুল হোসেন অতিথিকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন এনআরবি কমর্শিয়াল ব্যাংক বটেশ^র শাখার ম্যানেজার আবুল খায়ের, সীমন্তিক টিচার্স ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, গ্রিণ কেয়ার বিডির সিইও সিদ্দিক আহমদ, দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, নোমান বিন আরমান, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো চীফ এটিএম তুরাব, ব্যাংকার আরশাদ কাওসার, রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, শাবিপ্রবি প্রেসক্লাব সভাপতি নাজমুল হক প্রমুখ।
আমেরিকা প্রবাসী সিলেটের খ্যাতনামা সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দিপুর তত্ত্বাবধানে ইসি গ্লোবাল দেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এবার তারা আধ্যাত্মিক নগরী সিলেটে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো। -বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button