ঈদ শুভেচ্ছা জানালেন ওবামা দম্পতি

সারা বিশ্বের মুসলমানদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার এক শুভেচ্ছাবাণীতে ওবামা ও ফার্স্ট লেডি মিশেল বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে সারা বিশ্বের মুসলিমদের প্রতি রইলো ঈদুল আজহার শুভ কামনা। হজ উপলক্ষ্যে সমবেত তীর্থযাত্রীদেরকেও অভিনন্দন।
“এটি হচ্ছে বিশ্বের অন্যতম একটি বৃহৎ এবং ব্যতিক্রমধর্মী সমাগম। ৩০ লাখ তীর্থযাত্রীর মধ্যে বহু আমেরিকানও রয়েছেন।”
হজের ব্যতিক্রমী বৈশিষ্ট্য আব্রাহামিক বিশ্বাসের বিস্তৃত ভিত্তির কথাই স্মরণ করিয়ে দেয় বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
উৎসবের তাৎপর‌্য বর্ণনা করতে গিয়ে ওবামা বলেন, “ঈদুল আজহায় ক্ষুধার্ত, রোগাক্রান্ত ও দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করার মাধ্যমে মুসলিমরা অন্য সম্প্রদায়ের অনুসারিদের সঙ্গে মিলিত হচ্ছে।”
সমস্যা মোকাবেলায় মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করাতে বিশ্বাস কিভাবে ইতিবাচক ভূমিকা রাখে ঈদের কর্মসূচি তার একটি সরল উদাহরণ বলে মনে করেন তিনি।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা ছিলেন একজন কেনিয়ান মুসলিম। জন্মের তিন বছরের মাথায় বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হওয়ার পর তিনি মায়ের খ্রিস্টান সমাজেই বেড়ে ওঠেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button