সমলিঙ্গের বিয়েতে বৃটেনের সম্মতি

বৃটিশ আইনপ্রণেতারা ইংল্যান্ড এবং ওয়েলসে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিয়ে একটি বিল পাস করেছেন। মঙ্গলবারের এ বিল পাসের মধ্য দিয়ে ২০১৪ সালে বৃটেনে প্রথমবারের মতো সমলিঙ্গের বিয়ের পথ সুগম হলো। পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউজ অব লর্ডসে এ বিলে যে সামান্য সংশোধনীর প্রস্তাব করেছে হাউজ অব কমন্সের এমপিরা সেটা বিরোধিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। রানী দ্বিতীয় এলিজাবেথ এ সপ্তাহের পরের দিকে বিলটিতে আনুষ্ঠানিক অনুমোদন দেবেন বলে ধারণা করা হচ্ছে। হাউজ অব লর্ডসে সরকার সমর্থিত বিলটি কোন বড় ধরনের বিরোধিতা ছাড়াই পাসের সময় সোমবার রাতে উল্লাসী সমকামী অধিকার কর্মীরা পার্লামেন্টের বাইরে নেচে-গেয়ে উল্লাস করে। নতুন এ আইনটি তত্ত্বাবধায়নকারী সংস্কৃতি মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, বুধবার বা বৃহস্পতিবার নাগাদ বিলটিতে রাজকীয় অনুমোদন পাওয়া যাবে। তবে তিনি বলেন, এর সঙ্গে বেশ কিছু বিষয় সুরাহা করতে হবে বলে ২০১৪ সালের মাঝামাঝি সময়ের আগে প্রথম সমকামী বিয়ে হওয়া সম্ভব নয়। সমলিঙ্গের বিয়ে নিবন্ধনের জন্য সরকারি কম্পিউটার সিস্টেমও আপডেট করতে হবে। এ জন্য আনুমানিক ৩০ লাখ ডলার খরচ হবে। বৃটিশ সরকার মনে করছে, সমাকামী বিয়ের বৈধতা দেয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। এ উপলক্ষে বিয়ের খাবার-দাবার, হোটেল এবং বিয়ে-সংক্রান্ত নানা কাজে প্রতি বছর এক কোটি ৪৪ লাখ পাউন্ড আয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের নিজের দরে ডজনখানেক এমপি এর বিরোধিতা করলেও পার্লামেন্টে বেশ সহজেই বিলটি পাস হয়েছে। তবে সরকার যেভাবে বিলটিকে সমর্থন করেছেন সেটার সমালেচানা করেছেন টোরি মন্ত্রী জেরাল্ড হওয়ার্থ। উপ-প্রধানমন্ত্রী নিকক্লেগ বলেছেন, নতুন এ আইন সমকামী যুগলদের বাদ না দিয়ে তাদের স্বীকৃতি দেবে এবং মূল্যায়ন করবে। সমকামী অধিকার কর্মীরা স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডেও এ বিয়ের বৈধতা আদায়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে সমকামী বিয়ের বিরোধিতাকারীরা বলেছেন, এ বিল পাসের জন্য প্রধানমন্ত্রী ক্যামরনকে চরম মূল্য দিতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button