হরতাল আহ্বানকারী দলের প্রধানের জেলের বিধান রেখে আইন হচ্ছে

এবার হরতালের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। হরতালে সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও হরতাল আহ্বানকারী দলের প্রধানকে ফৌজদারি কার্যবিধির আওতায় নিয়ে বিচারের বিধান করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন আকারে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এ সক্রান্ত কমিটি।
দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন সময়ে দেয়া কর্মসূচি জনস্বার্থমুখী করার লক্ষ্যে এ বিল আনা হয়েছে।
জানা গেছে, হরতালে সহিংসতা ঘটলে হরতাল আহ্বানকারী দলের প্রধান ও সহিংসতায় জড়িত ব্যক্তিকে ফৌজদারি অপরাধে দ-িত করা যাবে।
এই বিধান রেখে ‘জনস্বার্থ বিল, ২০১০’ চূড়ান্ত করেছে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটি।
জনস্বার্থ বিল, ২০১০-এ জাতীয় পার্টির মুজিবুল হক ২০১০ সালে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
এই আইনের বিধান অনুযায়ী রাজনৈতিক দলের কর্মসূচির কারণে জনগণের স্বাধীনতা বিঘ্নিত হলে সেই দলের প্রধানসহ সর্বোচ্চ কমিটির বিরুদ্ধে মামলা করা যাবে। নাগরিকদের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিটি জেলায় একটি করে ‘জনস্বার্থ সংরক্ষণ আদালত’ থাকবে। এই আদালত নাগরিকের স্বাধীনতায় বাধা সৃষ্টির অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদ- বা ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদ- দিতে পারবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button