কাজাকিস্তানে টানা পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট নূরসুলতান

Nursultanকাজাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে ‘ভূমিধস বিজয়’ অর্জন করেছেন দেশটির ৭৪ বছর বয়সী ক্ষমতাসীন প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। কাজাকিস্তানের সেন্ট্রাল ইলেকশন কমিশন জানিয়েছে, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯৫ দশমিক ১১ শতাংশ। এদিকে বিপুল পরিমাণ ভোটে জয়ের ফলে একটানা পঞ্চমবারের মতো ৫ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নূরসুলতান নাজারবায়েভ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আগাম এ প্রেসিডেন্ট নির্বাচন ছিল আনুষ্ঠানিকতামাত্র। মধ্য-এশিয়ার তেলসমৃদ্ধ রাষ্ট্রে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও তা আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি দিয়েছেন নূরসুলতান। এদিকে নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে সরকার পক্ষের হিসেবেই গণ্য করা হয়। সে অর্থে কার্যত প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনেই একক আধিপত্য বজায় রাখলেন তিনি। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পদ্ধতিগতভাবেই বিরোধী পক্ষকে দমিয়ে রেখেছে সরকার। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও, অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ১ বছর আগেই নির্বাচন আয়োজনের ঘোষণা দেন নূরসুলতান। আর সেটা তিনি করেছেন সম্ভাব্য কোন উত্তরসূরিকে ক্ষমতায় আসতে না দেয়ার কৌশল হিসেবেই। এমনটা ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার এ পদক্ষেপের কারণে সম্ভাব্য উত্তরসূরিকে নিয়ে জল্পনা-কল্পনার কোন সুযোগও পায়নি দেশটির গণমাধ্যম। ১৯৯১ সালে কাজাকিস্তান স্বাধীন হওয়ার ঠিক আগেই প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন নূরসুলতান নাজারবায়েভ। আয়তনের দিক থেকে বিশাল এ দেশটির প্রায় ৯৫ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। রাশিয়া ও চীনের সঙ্গে দেশটির ব্যাপক বিস্তৃত সীমান্ত-এলাকা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button