ঢাকায়ই সম্পন্ন হবে হজযাত্রীদের সউদী ইমিগ্রেশন

আগামী হজ মৌসুমে বাংলাদেশী হজযাত্রীদের সউদী (জেদ্দা বিমান বন্দরের) প্রি-ডির্পাচার ইমিগ্রেশন ঢাকা বিমান বন্দরেই সম্পন্ন করা হবে। এতে হজযাত্রীদের জেদ্দা বিমান বন্দরে আর কোনো ভোগান্তির পোহাতে হবে না। বিমান থেকে অবতরন করেই সরাসরি গাড়ীতে চড়ে মক্কায় চলে যাবেন হজযাত্রীগণ।

১৪ সদস্য বিশিষ্ট সফররত সউদী প্রতিনিধি দলের প্রধান সউদী আরবের ডাইরেক্টর জেনারেল (পাসপোর্ট) মেজর জেনারেল সোলাইমান আব্দুল আজিজ ইয়াহ ইয়াহ গতকাল বৃহস্পতিবার রাতে হোটেল শেরাটনে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লার সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে এ সম্মতির কথা জানান। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মো. আব্দুল্লাহ ঢাকায় হজযাত্রীদের ইমিগ্রেশনের সকল কার্যক্রম সম্পন্ন করতে রাজি হওয়ায় রাজকীয় সউদী বাদশাহসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এসময়ে ধর্ম সচিব মো. আনিছুর রহমান, যুগ্ম-সচিব আমিন উল্লাহ নূরী, হাবের মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিমসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button