ক্রিস্টচার্চে মসজিদে হামলার ভিডিও ফেসবুকে ভাইরাল
নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চে দুইটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর গুলিতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সংবাদমাধ্যমগুলো হামলায় নয় থেকে ২৭ জন নিহত হওয়ার খবর দিচ্ছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হামলাকারীর পরিকল্পিত ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, হামলাকারী মসজিদে হামলার সময় নিজেই ভিডিও চিত্র ধারণ করেছে। অন্যদিকে নিউজ এইটিন বলছে, হামলাকারী গুলিবর্ষণের সময় ফেসবুকে লাইভ করে।