বেসরকারি ফলাফলে আবদুল্লাহ এগিয়ে

দ্বিতীয় দফায় গড়াল আফগান প্রেসিডেন্ট নির্বাচন

Afganআফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের বেসরকারি ফলাফলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহ ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট ন‍া পাওয়ায় দ্বিতীয় দফায় গড়াচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় দফায় আব্দুল্লাহ আব্দুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থনীতিবিদ আশরাফ গনির সঙ্গে। প্রথম দফায় আশরাফ গনি পেয়েছেন ৩১ দশমিক ৫ শতাংশ ভোট।
কাবুলে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আহমদ ইউসুফ নুরিস্তানি নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে এগিয়ে থাকা প্রধান দুই প্রার্থীর জোট সরকার গঠনের সুযোগ রয়েছে। তবে কোনো ধরনের জোট সরকার গঠনের সম্ভাবনা এরইমধ্যে নাকচ করে দিয়েছেন দুই প্রার্থীই।
বৃহস্পতিবার আবদুল্লাহ সাংবাদিকদের বলেছেন, আমরা কারো সঙ্গে কোনো ধরনের জোর সরকার গঠনের ব্যাপারে সমঝোতা করতে রাজি নই। জোর সরকার গঠনে নিজের কোনো ধরনের প্রস্তুতি নেই বলে জানিয়েছেন আশরাফ গনিও।
এ অবস্থায় আগামী ২৮ মে দ্বিতীয় দফায় নির্বাচনের ভোটগ্রহণ করা হবে বলে সরকারি সূত্র জানিয়েছে।
তালেবানদের হুমকি উপেক্ষা করে গত ৫ এপ্রিল যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই এ নির্বাচন সম্পন্ন হয়। ১৩ এপ্রিল নির্বাচনের আংশিক ফলাফল প্রকাশিত হয়। তবে,  নির্বাচনে কারচুপি ও জালিয়াতির অভিযোগ আট প্রার্থীর মধ্যে ছয়জনই ওই ফলাফল প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button