বিদায় নিচ্ছেন ড্যান মজিনা

Mozinaঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশের ৬৪ জেলা সফরের আগ্রহ ও অঙ্গীকার ব্যক্ত করেছিলেন ড্যান মজিনা। এখানে প্রায় ৩ বছর সফলতার সঙ্গে কাটিয়ে বিদায় নিতে চলেছেন তিনি। তার উত্তরসূরির নামও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। মার্কিন সিনেটে এক দফা শুনানিও হয়ে গেছে। বিদায়ী রাষ্ট্রদূত ড্যান মজিনা বাংলাদেশে তার অসমাপ্ত কাজকর্ম সুচারুভাবে সম্পন্ন করতে চলেছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ৬৪ জেলা সফরের অঙ্গীকারও পূর্ণ করতে চান তিনি। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূতের অঙ্গীকারের পূর্ণতা পাওয়ার জন্য আর মাত্র ৫ জেলা সফর বাকি আছে তার। আজ থেকে সেই ৫ জেলা- কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর সফর শুরু করছেন তিনি। সফরকালে রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র মিশন পরিচালক ইয়ানিনা ইয়ারুয়েলস্কি তার সঙ্গে যাচ্ছেন। জেলাগুলোতে অবস্থানকালে স্থানীয় সরকারি কর্মকর্তা, পুলিশ-এর এসপি এবং নাগরিক সমাজ-এর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। এছাড়া, প্রত্যেক জেলার সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শনও করবেন মার্কিন দূত। কুমিল্লার শালবন বিহার, বসুরহাটের নারীদের হস্তশিল্প প্রকল্প এবং একটি মৃৎশিল্পের গ্রাম ঘুরবেন তিনি। সফরকালে ওই জেলাগুলোয় অবস্থিত কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও ইউএসএআইডি পরিচালিত প্রকল্পও পরিদর্শন করবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button