স্বামী মেয়র স্ত্রী মন্ত্রী

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক পতœী বেগম হাবিবুন নাহার সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে বৃহত্তর খুলনা অঞ্চলের বর্ণাঢ্য এ রাজনৈতিক দম্পত্তিকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা সূচক মন্তব্য করেছেন অনেকেই।

সূত্র মতে, তালুকদার আব্দুল খালেক নিজেই রাজনৈতিক একটি অধ্যায়। ১৯৭৭ সাল থেকে ১৯৮৮ পর্যন্ত খুলনা পৌরসভার মহসিনাবাদ ইউনিয়নের কমিশনার ছিলেন। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ ও ২০১৪ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর ২০০৮ খুলনা সিটি মেয়র নির্বাচিত হন তিনি। ২০১৩ সালে পরাজিত হলেও সর্বশেষ গেল মার্চের সিটি নির্বাচনে তিনি মেয়র হন। এবারের সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পূর্বেই বাগেরহাট-৩ আসন থেকে পদত্যাগ করেন তিনি। পরে উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার সহধর্মিনী বেগম হাবিবুন নাহার। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম হাবিবুন নাহার বাগেরহাট-৩ আসন থেকে নির্বাচিত হন। সোমবার বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। প্রতিক্রিয়া জানতে চাইলে ৬৬ বছর বয়সী তালুকদার আব্দুল খালেক এ বিষয়ে প্রফুল্লচিত্তের প্রাণবন্ত হাসি দিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button