ভোট কেন্দ্রের তথ্য জানবেন যেভাবে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহানগরের ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সার্ভিস শুধু মহানগর বা সিটি করপোরেশন এলাকার বাসিন্দারা পাবেন বলে জানিয়েছেন ইসি সিস্টেম এ্যানালিস্ট ফারজানা আক্তার।

তিনি বলেন, ভোটাররা এসএমএস সার্ভিসের সুবিধাটি শনিবার দুপুর ১টার পর থেকে পাবেন। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকার ভোটাররা এ সুবিধা পাবেন।

যেভাবে এসএমএস করবেন:
এসএমএস করার প্রক্রিয়া সম্পর্কে ফারজানা আক্তার বলেন, যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস অপশনে গিয়ে PC লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরে স্থানে স্মার্টকার্ডের ১০ ডিজিট বা ১৭ সংখ্যার এনআইডি) নম্বর লিখতে হবে। কারো এনআইডিতে ১৩ ডিজিট থাকলে এসএমএস করার সময় ওই এনআইডি নম্বরের আগে তার জন্ম সাল যোগ করে ১৭ ডিজিট লিখতে হবে বলেও জানান ফারজানা। যেমন- PC xxxxxxxxxx/xxxxxxxxxxxxxxxxx লিখে পাঠাতে হবে ১০৫ নম্বরে।

ভোটকেন্দ্রের তথ্য মিলছে অনলাইনে:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তথ্য পাওয়া যাচ্ছে অনলাইনে। যেকোনও ভোটার নির্বাচন কমিশনের ওয়েসাইটে প্রবেশ করে https://services.nidw.gov.bd/voter_center এই ঠিকানায় ভোটকেন্দ্র খুঁজে নিতে পারবেন।

কমিশনের তথ্যানুযায়ী, প্রথমে খালি ঘরে নির্ধারিত স্থানে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর দিতে হবে। এরপর জন্মতারিখ লিখে বাম পাশে দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো দিয়ে ডান পাশে বক্স পূরণ করতে হবে। সব তথ্য সম্পন্ন হলে ‘ভোটার তথ্য দেখুন’ লেখায় ক্লিক করলেই পাওয়া যাবে ভোটারের ভোটকেন্দ্র।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button