যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়নি : তুরস্ক

Turkyইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলায় তুরস্ক তার বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিয়েছে বলে ওয়াশিংটন যে দাবি করেছিল, তা নাচক করে দিয়েছে আঙ্কারা।
এতে আইএসবিরোধী লড়াইয়ে দুটি দেশের মধ্যে মতপার্থক্য আরো স্পষ্ট হলো। তুরস্ক ইসলামিক স্টেটকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করলেও এখন পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নেয়নি। হামলায় অংশ নেয়ার পূর্বশর্ত হিসেবে তুরস্ক সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা এবং তুরস্ক সীমান্তসংলগ্ন সিরিয়ায় নো-ফ্লাই জোন ও বাফার স্টেট করার দাবি জানিয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছিলেন, তুরস্কের ইনসিরলিক বিমানঘাঁটি যেটি সিরিয়া সীমান্ত থেকে ১৬০ কিলোমিটার দূরে, সেটি ব্যবহারের অনুমতি দিয়েছে আঙ্কারা।
তবে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে উপপ্রধানমন্ত্রী বুলেন্ট অরিঙ্ক বলেন, ইনসিরলিক বিমানঘাঁটি নিয়ে নতুন কোনো চুক্তি হয়নি। তবে তিনি বলেন, তুরস্কের সিরিয়ার মধ্যপন্থী বিরোধী দলকে প্রশিক্ষণ ও অস্ত্র দিতে তারা বিমানঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো চুক্তি হয়নি। এএফপি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button