ফিলিস্তিন রাষ্ট্রকে ফরাসি পার্লামেন্টের স্বীকৃতি

Gazaফরাসি পার্লামেন্ট স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে। মঙ্গলবার ৩৩৯-১৫১ ভোটে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাবটি পাস হয়। এই প্রস্তাব কার্যকর করা ফ্রান্স সরকারের জন্য বাধ্যতামূলক না হলেও তা ফিলিস্তিনিদের জন্য একটি বিজয় বলে অভিহিত করা হচ্ছে।
ইসরাইল সরকার এতে ক্ষোভ প্রকাশ করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবকে ‘ভয়াবহ ভুল’ হিসেবে অভিহিত করেছেন।
এর আগে ব্রিটেন, স্পেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাশ করেছিল। প্রস্তাবে ১৯৬৭ সালের সীমানা বরাবর ইসরাইল ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
ফরাসি প্রস্তাবে বলা হয়, মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত নিরসনের লক্ষ্যেই এই প্রস্তাব আনা হয়েছে। শুক্রবার এ নিয়ে আলোচনাকালে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস জোর দিয়ে বলেন, আবারো কূটনীতিক পন্থা ব্যর্থ হলে প্যারিস ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তিনি দুই বছরের মধ্যে মধ্যপ্রাচ্য সঙ্ঘাত নিরসনের প্রস্তাব করার আহ্বান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button