তারকে চতুর্থ বার্ষিক আন্তঃধর্মীয় সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত
গত সোমবার ১০ নভেম্বর শ্যাডো কেবিনেট মেম্বার ফর কমিউনিটি পার্টনারশিপ এবং কনজারভেটিভ কাউন্সিলর কায়সার আব্বাসের উদ্যোগে স্ট্যানফোর্ড-লে-হোপ মসজিদের থাররক মুসলিম সেন্টারে চতুর্থ বার্ষিক আন্তঃধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিভিন্ন ধর্ম, কমিউনিটি এবং সিভিক নেতারা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজ মেজেস্টির ডেপুটি লেফটেন্যান্ট অব এসেক্স সিদরা কাদীর নাঈম, থাররকের মেয়র, ডেপুটি পুলিশ, ফায়ার এবং ক্রাইম কমিশনার অব এসেক্স, অ্যাক্টিং থাররক জেলা পুলিশ কমান্ডার এবং একজন লেবার কাউন্সিলর।
এছাড়াও ভিয়েতনামী বৌদ্ধ ভিক্ষু, পাঞ্জাব পুলিশ অফিসার, প্রাক্তন পাঞ্জাব অ্যাসেম্বলি সদস্য, বিশ্ববিদ্যালয় ও স্কুল শিক্ষার্থী, আধ্যাত্মিক চিকিৎসক, সচেতনতা প্রচারক এবং কমিউনিটির বয়োজ্যেষ্ঠ প্রতিনিধিসহ বিভিন্ন faith ও non-faith সংগঠনের নেতারা সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে বিশেষ অতিথিরা বহুসংস্কৃতিবাদ, সামাজিক সহনশীলতা, কমিউনিটি সেফটি এবং আন্তঃধর্মীয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। ডেপুটি PFCC এবং অ্যাক্টিং জেলা কমান্ডার থাররক ও এসেক্সে কমিউনিটি নিরাপত্তা জোরদারের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
এক পর্যায়ে গ্রেস গুরদ্বারা প্রতিনিধিরা থাররক কাউন্সিলের সাথে ইথনিক faith প্রতিষ্ঠানের যোগাযোগ ও সহযোগিতার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, গুরদ্বারা এবং গ্রেস কমিউনিটি হল সংক্রান্ত তাদের পিটিশন উপেক্ষা করা হয়েছে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী হাফিজ মাওলানা আসিফ আহমদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে তারক মুসলিম সেন্টার এবং স্ট্যানফোর্ড-লে-হোপ মসজিদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মোহাম্মদ সিরাজ আলী বলেন, আমাদের মসজিদ এবং সেন্টার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। এই সম্মেলন আমাদের কমিউনিটি ও সৌহার্দ্য বৃদ্ধির একটি সফল উদাহরণ।
আয়োজক কাউন্সিলর কায়সার আব্বাস বলেন, তারকের বৈচিত্র্যময় faith ও non-faith সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া, সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়াতে আমি নিয়মিত উদ্যোগ নিয়ে থাকি। সকল অংশগ্রহণকারী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আমি কৃতজ্ঞ।



