ওবামার কাছে পরিচয়পত্র দিলেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন

Ziaমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরিচয়পত্র দিলেন সেদেশে সদ্য নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জিয়াউদ্দিন। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় ওয়াশিংটনে হোয়াইট হাউসে তিনি আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেন।
দূতাবাসের উপপ্রধান এম এ মুহিত হোয়াইট হাউজের উদ্ধৃতি দিয়ে বলেন, স্ত্রী ও সন্তান নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওবামাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।
জিয়াউদ্দিনকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানিয়ে তার দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ওবামা।
জিয়াউদ্দিনের দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়েও তাদের কথা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button