ইসরায়েলি বসতি নির্মাণ অবৈধ : কেরি

kerryঅধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলেরে ইহুদি বসতি নির্মাণকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার পশ্চিম তীরের বেথেলহেম শহরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণকে যুক্তরাষ্ট্র এখনো এবং সবসময়ই ‘অবৈধ’ বলে মনে করে আসছে।
তিনি বলেন, “আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে, এ ধরনের অবৈধ বসতি নির্মাণকে অগ্রাহ্য করে কিংবা তা কোনোভাবে মেনে নিয়ে ফিলিস্তিনিরা আলোচনায় ফিরে আসতে রাজি হতে পারে না।”
ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণকে কেন্দ্র করে ২০১০ সালের সেপ্টেম্বরে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যায় বলে জানিয়েছে বিবিসি।
সম্প্রতি ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের নতুন করে আরো ৩৫০০ ইহুদি বাড়ি নির্মাণ কর্মসূচির কারণে ফিলিস্তিনিরা আরো বেশি ক্ষুব্ধ।
তবে সব প্রতিকূলতার পরও ইসরায়েল ও ফিলিস্তিন একটি সমঝোতায় পৌঁছাতে পারবে, এমন আশা প্রকাশ করেছেন কেরি।
বেথলেহেম সফরকালে তিনি বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুজনই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ বলেই যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button