মুফতি ওয়াক্কাসের গ্রেফতারে হেফাজতে ইসলামের নিন্দা ও মুক্তি দাবি

সোমবার ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া মাদরাসা বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক)  এক জরুরি সভার মাঝখানে যোহরের নামাযের পরপর মসজিদে প্রবেশ করে পুলিশ হেফাজতে ইসলামের নেতা ও সাবেক এম.পি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এই গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন হেফাজতে ইসলামের আমীর, শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী, মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা শামসুল আলম, মাওলানা শাহ্ আহমদুল্লাহ আশরাফ, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা তাজুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে মুফতি ওয়াক্কাসের অবিলম্বে মুক্তি দাবি করে বলেন, সরকারের নির্দেশে পুলিশ মসজিদে প্রবেশ করে একজন বিজ্ঞ আলিম ও জনপ্রিয় পার্লামেন্টারিয়ানকে গ্রেফতার করে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে।  আমরা বাড়াবাড়ি না করার জন্য সরকারকে হুশিয়ারি উচ্চারণ করছি। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলা-মামলা ও গ্রেফতার-হয়রানি করে ঈমানী আন্দোলন বানচাল করার ষড়যন্ত্র সফল কখনো সফল হবে না। ওলামায়ে কেরাম আল্লাহ, রাসূল ও কুরআনের ইজ্জত রক্ষায় শুধু জেল-জুলুম নয় বুকের তাজা রক্ত ও জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলামবিদ্বেষী শক্তির সঙ্গে আপোষ নয়; মরণপণ লড়াই চালিয়ে যাওয়াই আমাদের আদর্শ।
আমরা আশা করছি, মুফতি ওয়াক্কাসকে অবিলম্বে মুক্তি দিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button