যৌন কেলেঙ্কারিতে এবার ব্রিটেনের রাজ পরিবারের নাম

Palaceযৌন কেলেঙ্কারিতে জড়িয়ে গেল ব্রিটেনের রাজ পরিবারের নাম। যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ব্রিটেনের যুবরাজের প্রাক্তন এক সহযোগীর বিরুদ্ধে। প্রিন্স ফিলিপের সহকারী থাকাকালীন ওই রাজ-কর্মী এক নাবালিকাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে ৩০ বছর আগের এই ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। যার ফলে কাঠগড়ায় উঠতে হবে অভিযুক্ত ওই রাজকর্মচারীকে।
১৯৭১  থেকে ১৯৭৪ সাল পর্যন্ত মহারানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের আপ্ত-সহায়ক ছিলেন বেঞ্জামিন হারমন (৭৯)। সে সময় ওই রাজকর্মচারী ১২ বছর বয়সী এক কিশোরীর উপরে যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের মুখপত্র জানিয়েছেন, বেঞ্জামিন হারমনকে আগামী সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
সূত্রের খবর, রাজ পরিবারের কর্মচারী থাকাকালীন প্রিন্স ফিলিপের আপ্তসহায়কের পাশাপাশি রাজকন্যা প্রিন্সেস অ্যানের দেখাশোনার দায়িত্ব সামলেছেন বেঞ্জামিন৷ প্রিন্স ফিলিপের অফিসিয়াল ডায়েরি এবং বাকিংহাম প্যালেসের সদস্যদের জেরা করে এবিষয়ে আরো অনেক তথ্য ব্রিটেন পুলিশ জানতে পেরেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button