সংলাপে বসার তাগিদ এমসিসিআই’র

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সরকারকে বিরোধী দলের সঙ্গে সংলাপে বসার তাগিদ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার্স অব কর্মাস (এমসিসিআই)। সংগঠনটির নব নির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সচিবালয়ে দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে এ আহবান জানান। এমসিসিআই এর প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর বলেন, ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতায় দেশের অর্থনীতি ব্যাপক ক্ষতি হয়েছিল। ব্যবসায়ীরা এখনও সেই ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠতে সক্ষম হয়নি। এখন আবার নতুন বছরে হরতালসহ বিভিন্ন রাজনৈতিক সহিংস কর্মসূচি শুরু হচ্ছে। এটা যদি চলতে থাকে তাহলে দেশের ব্যবসায়িক পরিস্থিতি আবারও খারাপের দিকে চলে যাবে। তিনি অর্থমন্ত্রীকে অনুরোধ করে বলেন, যেহেতু আপনারা সরকারে আছেন তাই রাজনৈতিক বিবাদ মেটানোর জন্য বিরোধী দলের সঙ্গে সংলাপের আয়োজন করতে পারেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button