লন্ডন হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার নাদিম কাদির

Nadimলন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক নাদিম কাদির। মহান মুক্তিযুদ্ধে শহীদ কর্নেল আবদুল কাদিরের ছেলে নাদিম কাদির সাংবাদিকতায় তার দীর্ঘ অবদান রেখে আসছেন। নাদিম কাদির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া শেষে সাংবাদিকতা অঙ্গনে পদচারণা শুরু করেন। সাংবাদিকতায় তার রয়েছে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা। রিডার্স ডাইজেস্টে বাংলাদেশের প্রদায়ক ছিলেন, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র ঢাকা ব্যুরো কার্যালয়ে দীর্ঘ সময় কর্মরত ছিলেন তিনি। তরুণ বয়সেই তিনি সাংবাদিকতায় সম্মানজনক দ্যাগ হ্যামারশোল্ড ফেলোশিপ পান।
২০০৪ সালে দেশের প্রথম অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪.কম’র প্রতিষ্ঠাকালে নাদিম কাদির ছিলেন এর ডেপুটি এডিটর ইন চিফ। এছাড়াও তিনি একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন নাদিম কাদির। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button