বেলজিয়ামের সাবেক রাণী ফ্যাবিওলার মৃত্যু

queen Fabiolaবেলজিয়ামের সাবেক রাণী ফ্যাবিওলা আর নেই। রাজকীয় প্রাসাদ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ফ্যাবিওলা দে মোরা ওয়াই আরাগন ১৯২৮ সালের ১১ জুন মাদ্রিদে জন্মগ্রহণ করেন। রাজা বাওদোইনের স্ত্রী হিসেবে ১৯৬০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বেলজিয়ামের রাণী ছিলেন তিনি। রাজা বাওদোইন ১৯৯৩ সালে মারা যান। রাজধানী ব্রাসেলসের স্টুভেনবার্গ দূর্গে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে এক রাজকীয় বিবৃতিতে বলা হয়। সম্প্রতি ফ্যাবিওলা সাবেক রাণী হিসেবে তার বার্ষিক ভাতা নিয়ে কিছুটা জটিলতায় ছিলেন। বিশেষ করে জাতীয় উত্তরাধিকার কর এড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে বিষয়টি সামনে চলে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেন, বেলজিয়ামবাসী স্মরণ করবে একজন মহান নারীকে, ‘যিনি চিরকালের জন্য আমাদের দেশের ইতিহাসের অংশ হয়ে থাকবেন।’ দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রেন্ডার্স বলেন, তার প্রয়াণে জাতি শোক পালন করবে। শনিবার বেলজিয়ামের সরকার রাষ্ট্রীয়ভাবে ফ্যাবিওলার অন্ত্যেষ্টিক্রিয়া পালনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। জনপ্রিয় রাজা বাওদৌইন ১৯৬০ সালে ফ্যাবিওলাকে বিয়ে করেন। এর মধ্যদিয়ে ফ্যাবিওলা দেশটির ৫ম রাণী হিসেবে অভিষিক্ত হয়েছিলেন। ১৯৯৩ সালে স্পেনে রাজা বাওদৌইনের আকস্মিক মৃত্যু হলে ক্যাথলিক বিশ্বাসী ফ্যাবিওলা নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান। রাজা বাওদৌইন ও রাণী ফ্যাবিওলার কোন সন্তান না থাকায় ফ্যাবিওলার দেবর আলবার্ট রাজা হিসেবে অভিষিক্ত হন। ২০১৩ সালে আলবার্ট রাজদন্ড তার ছেলে ফিলিপের হাতে হস্তান্তর করেন। সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় অর্থনৈতিক সমস্যার কারণে সাবেক রাণীর বার্ষিক ভাতা নিয়ে জটিলতা তৈরি হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button