এবারের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬০ টাকা

এবারের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬০ টাকা, সর্বোচ্চ ১৬৫০ টাকা । ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি আজ বুধবার এই ঘোষনা দিয়েছে।
১৪৩৬ হিজরি সনের সাদাকাতুল ফিতর-এর হার নির্ধারণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় আজ ফিতরার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ও জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব মাওলানা এ. এম. এম. সিরাজুল ইসলাম।
সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়, ইসলামী শরীয়াহ মতে আটা, খেজুর, কিসমিস, পনির ও যব ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৬০ (ষাট) টাকা আদায় করতে হবে। খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা তিন কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১৬৫০ (এক হাজার ছয়শত পঞ্চাশ) টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১২০০ (এক হাজার দুইশত) টাকা, পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ১৬০০ (এক হাজার ছয়শত) টাকা এবং যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২০০ (দুইশত) টাকা ফিতরা আদায় করতে হবে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলোর যে কোন একটি পণ্য বা তার বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। উল্লেখ্য, উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদানুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর সিরাজ উদ্দিন আহমদ, অধ্যক্ষ, সরকারী মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা, মুফতী মাওলানা রুহুল আমিন , মোহতামিম, গওহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ, ড. সাইয়েদ আব্দুল্লাহ আল মা’রূফ, সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান, প্রধান মুফতি, কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা, মাওলানা মতিউর রহমান, ভাইস প্রিন্সিপাল, জামেয়া আরাবিয়া ফরিদাবাদ, ঢাকা, মুফতী শায়খ মুহাম্মাদ উছমান গণী, সহকারী অধ্যাপক, আহছানিয়া ইনস্টিটিউট, ড. মাওলানা মুহাম্মদ আবদুস সালাম, পরিচালক, ইসলামী বিশ্বকোষ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, মুফতী মোঃ নূরুল আমীন, সিনিয়র মুহাদ্দিস,, জামেয়া আরাবিয়া ফরিদাবাদ, ঢাকা, ড. মাওলানা আবদুল জলীল, সম্পাদক, প্রকাশনা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন, ড. মাওলানা মোঃ আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন, হাফেজ মাওলানা মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ, মুফতী মহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ, হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button