১০২ বছর বয়সে জার্মান নারীর ডক্টরেট ডিগ্রি লাভ

Degreeজার্মানিতে ১০২ বছর বয়সে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন এক নারী যাকে ৮০ বছর আগে ফাইনাল পরীক্ষায় বসতে বাধা দিয়েছিল নাৎসি বাহিনি।
মিস ইংগেবোর রাপোপোর্ট গত মাসে অবশেষে সর্বশেষ ধাপ একটি ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে খুব ভালোভাবে পাস করেছেন।
হামবুর্গ ইউনিভার্সিটি তার হাতে ডক্টরেট উপাধি তুলে দিয়েছে মঙ্গলবার।
রাপোপোর্ট ১৯৩৭ সালে মেডিকেলের পড়াশোনা শেষ করেন এবং এরপর ডিপথেরিয়া নিয়ে গবেষণা রিপোর্ট তৈরি করেন। জার্মানিতে তখন ডিপথেরিয়া একটি গুরুতর সমস্যা ছিল।
কিন্তু নাৎসি বাহিনীর বাধার কারণে ডক্টরেট ডিগ্রি লাভের জন্য তাকে আট দশক অপেক্ষা করতে হলো।
ইংগেবোর রাপোপোর্ট বলেছেন, হামবুর্গ ইউনিভার্সিটির তিনজন অধ্যাপকের উপস্থিতিতে মৌখিক পরীক্ষা দেবার সময় তিনি খুব নার্ভাস ছিলেন।তার মা ছিলেন একজন ইহুদি পিয়ানোবিদ।
সুতরাং অ্যাডলফ হিটলারের শাসনামলে তার আইন অনুযায়ী ইহুদি হবার কারণে মিস রাপোপোর্টকে তখন ডক্টরেট ডিগ্রি দেয়া হয়নি।
গত মাসে হামবুর্গ ইউনিভার্সিটির তিনজন অধ্যাপক ইংগেবোর রাপোপোর্টের বাসায় তার মৌখিক পরীক্ষা নেন। তিনজন পরীক্ষকই খুবই অভিভূত হয়েছেন এত বছর বয়সেও রাপোপোর্ট এত বিষয়ে জানেন আর খোঁজখবর রাখেন দেখে।
মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ইংগেবোর রাপোপোর্টের  হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button