শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেটের দাবিতে আন্দোলনে যাচ্ছে বিসিএস

ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকারের মর্যাদা দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে, অন্যত্র কম মূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিত করা ও ২০১৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে থ্রিজি নেটওয়ার্ক সেবাসহ ছয় দফা দাবিতে সংঘবদ্ধ আন্দোলন কর্মসূচি শুরু করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। সমিতির সভাপতি প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারের নেতৃত্বে আগামী সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ আন্দোলন। এ আন্দোলনে এরই মধ্যে আইপি ফোরাম, প্রযুক্তিসংশ্লিষ্ট সংবাদকর্মীদের সংগঠন বিআইজেএফ, ড্যাফডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সহ মোট ১০টি সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। দু’এক দিনের মধ্যেই এ আন্দোলনে বেসিস ও আইএসপি ফোরাম ছাড়াও দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেবে বলে জানিয়েছেন মোস্তাফা জব্বার। তিনি সাংবাদিকদের জানান, প্রথমে নিজস্ব ফেসবুক ফ্যান পেজ থেকে এ আন্দোলন শুরু করলেও এখন কম্পিউটার সমিতির ব্যানারে সাংগঠনিকভাবে কর্মসূচি হাতে নিয়েছি। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি দেব। এ স্মারকলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানেও দেয়া হবে। এরপর আন্দোলনে সংশ্লিষ্ট এবং ইন্টারনেট সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রযুক্তিবিদদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী আন্দোলন প্রক্রিয়া নির্ধারণ করা হবে। তথ্যপ্রযুক্তির এ যুগে ইন্টারনেট সেবা পাওয়া একজন মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, এ অধিকার সংবিধানের স্বীকৃতি। তাই আমাদের দাবি প্রতি মাসে এক এমবিপিএস (মেগাবিট প্রতি সেকেন্ড) গতির ব্যান্ডউইথের সীমাহীন ব্যবহারের সর্বোচ্চ খুচরা মূল্য ৫০০ টাকার বেশি হতে পারবে না, ইন্টারনেটের চার্জ নিরূপণের সময় ডাটার পরিমাণ শর্তে বাঁধা যাবে না, ২০১৪ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতে থ্রিজি নেটওয়ার্ক দিতে হবে, শিক্ষার্থীদের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট দিতে হবে এবং প্রতিটি পৌর এলাকায় কমপক্ষে একটি ওয়াইফাই জোন থাকতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button