লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

PMযুক্তরাজ্য ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ২২শে জুলাই অনুষ্ঠিতব্য ‘গার্ল সামিট-২০১৪’ তে যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টায় বাংলাদেশ বিমানের বিজি-০০৫ ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর পৌঁছেন তিনি। এসময় তাকে স্বাগত জানান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজারুল কায়েস।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সেন্ট্রাল লন্ডনের অভিজাত এলাকা পার্কলেনের হিলটন হোটেলে পৌঁছলে সেখানে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রী ২২শে জুলাই স্থানীয় সময় সকাল ৮:৪৫ মিনিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। পরে একই দিন গার্ল সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী। গার্ল সামিট শেষে বিকেলে তিনি ব্রিটিশ শ্যাডো সেক্রেটারী অব স্টেইট ফরেন এফেয়ার্স ডগলাস আলেকসান্ডারের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। একই দিন হিলটন হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিলেও যোগ দেবেন তিনি। পরদিন ২৩শে জুলাই বিকেলে বিমানের বিজি-০০৫ ফ্লাইটে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথে ২০ সদস্যের প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী,এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ অন্যান্য সরকারী কর্মকর্তা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button