এপ্রিলে সারাদেশে হত্যাকাণ্ডের শিকার ২৬০

এপ্রিল মাসে সারাদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬০ জন। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩২৬ ব্যক্তির। আর নির্যাতনে মৃত্যু ঘটেছে ৩৪ নারীর। বাংলাদেশ মানবাধিকার কমিশন এ তথ্য  দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড সংঘটিত হয় ২৬০টি। এ ধরনের হত্যাকাণ্ড অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। কমিশন এই হত্যাকাণ্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এপ্রিল মাসে গড়ে প্রতিদিন হত্যাকাণ্ড ঘটে প্রায় ৯ জন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়- ২০১৫ সালে এপ্রিল মাসে হত্যাকাণ্ডের শিকার ২৬০ জন। এর মধ্যে যৌতুকের কারণে হত্যা ৪ জন, পারিবারিক সহিংসতায় হত্যা ৩৪ জন, সামাজিক সহিংসতায় হত্যা ৪৮ জন, রাজনৈতিক কারণে হত্যা ৮ জন, আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে হত্যা ৯ জন, বিএসএফ কর্তৃক হত্যা ৬ জন, চিকিৎসের অবহেলায় মৃত্যু ৪ জন, গুপ্তহত্যা ১৫ জন, রহস্যজনক মৃত্যু ৬২ জন, ধর্ষণের পর হত্যা ৫ জন, অপহরণ হত্যা ৮ জন।
বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩২৬ জন। তার মধ্যে পরিবহন দুর্ঘটনায় মৃত্যু ২৬০ জন, আত্মহত্যা ৩৭ জন, প্রাকৃতিক দুর্যোগে নিহত ২৯ জন। এছাড়া ধর্ষণের কারণে ২১ জন, যৌন নির্যাতনে ৩ জন, যৌতুক নির্যাতনে ৪ জন, যৌতুকের কারণে হত্যা ৪ জন ও এডিস নিক্ষেপে ২ জনের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button