আনিস, সাঈদ ও নাছিরকে বিজয়ী ঘোষণা

3 City Mayourসহিংসতা, ব্যালটে অবাধে সিল মারা এবং বিএনপির নির্বাচন বয়কটের মধ্যে দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের একতরফা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার রাতভার গণনা শেষে বুধবার ভোরের দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচিত হন মোহাম্মদ সাঈদ খোকন। ৮৮৯টির মধ্যে ৮৮৬ কেন্দ্রের ঘোষিত ফলে ইলিশ প্রতীকের সাঈদ খোকন পেয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস মগ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট।
গোলযোগের কারণে ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হলেও ওই সব কেন্দ্রের ভোটের যোগফল দুই প্রার্থীর ব্যবধানের চেয়ে কম হওয়ায় সাঈদ খোকনকে বিজয়ী ঘোষণা করা হয়।
ঢাকা উত্তরে ১০৯৩ কেন্দ্রের ঘোষিত ফলে টেবিল ঘড়ি প্রতীকে আনিসুল হক পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তাবিথ আউয়াল বাস প্রতীকে পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মোট ৭১৯টি কেন্দ্রের সবগুলোর ঘোষিত বেসরকারি ফলাফলে হাতি প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত নাছির উদ্দিন পেয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম কমলা লেবু প্রতীকে পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট।
মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button